১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল ফারইস্ট
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের পাওনা ১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল, ২০২২) রাজধানীর তোপখানাস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে এই বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ড. মো. ইব্রাহিম হোসেন খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন।
এই বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে ১০ জন গ্রাহকের হাতে ১ কোটি ৪০ লাখ টাকার ‘শো চেক’ তুলে দেয়া হয়। তবে বীমা দাবির ১৫০ কোটি টাকা এরইমধ্যে বিএফটিএন এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ।
দাবি পরিশোধ অনুষ্ঠানে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন জানান, গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ২০২১ সালে ১ লাখ ২৬ হাজার ৩০৩ জন গ্রাহকের ৬৭২ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।
এ ছাড়াও বিএসইসি নিযুক্ত পরিচালনা পর্ষদের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ১৯৪ কোটি টাকা এবং চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ২১৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে ৪১৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে ১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে বকেয়া দাবিগুলো পরিশোধ করা হবে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ২০২২ ফারইস্ট ইসলামী লাইফের নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে জানিয়েছিলেন কোম্পানিটির বকেয়া বীমা দাবির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩শ’ কোটি টাকা।
সে হিসাবে আজকের বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে দেয়া ১৫০ কোটি টাকা বাদ দিলেও ১১শ’ ৫০ কোটি টাকা বীমা দাবি পাওনা রয়েছেন কোম্পানিটির গ্রাহকরা। তবে গত ৬ জানুয়ারির এই হিসাবের পর ফারইস্ট ইসলামী লাইফের বকেয়া বীমা দাবির পরিমাণ আরো বেড়েছে।