নিজস্ব প্রতিবেদক: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা ও অবলিখন বিভাগের প্রধান মো. নজরুল ইসলামের মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ ১৩ লাখ টাকা পরিশোধ করেছে বীমা কোম্পানিটি।
বুধবার (১১ মে, ২০২২) কোম্পানিটির প্রধান কার্যালয়ে মৃত্যুদাবির এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। প্রয়াত কর্মকর্তা মো. নজরুল ইসলামের স্ত্রীর (নমিনি) নিকট মৃত্যুদাবির এই চেক হস্তান্তর করেন কোম্পানিটির চেয়ারম্যান সামীর সেকান্দর।
চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস, অর্থ ও হিসাব বিভাগের প্রধান (সিএফও) মো. শহিদুল ইসলাম এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আফজালুর রহমান উপস্থিত ছিলেন।
ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে ডা. কিশোর বিশ্বাস জানান, প্রোটেক্টিভ ইসলামী লাইফের কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রুপ বীমা সুবিধা রয়েছে। সেই গ্রুপ বীমার আওতায় প্রয়াত কর্মকর্তা নজরুল ইসলামের পরিবারকে ১৩ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করা হলো।