পদোন্নতি পেলেন সাধারণ বীমা করপোরেশনের ৫ এজিএম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র ৫ সহকারী জেনারেল ম্যানেজারকে (এজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ৬৪৯তম বোর্ড সভায় তাদের পদোন্নতির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে ২০২২) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, বোর্ড সভার তারিখ থেকে পদোন্নতির এ আদেশ কার্যকর হবে।

সাধারণ বীমা করপোরেশনের কর্মচারী প্রবিধানমালা ১৯৯২ এর ৭(১) নং ধারা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৬ মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন। তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে উক্ত মেয়াদ অতিরিক্ত অনুর্ধ্ব ৬ মাসের জন্য বৃদ্ধি করতে পারবেন।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- শিবাশীষ চাকমা, পুনর্বীমা বিভাগ, প্রধান কার্যালয়; মো. সহিদুল হক, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়; মো. হামিদুল হক, জোনাল অফিস, রাজশাহী; মো. শফিউল আজম খান, পুনর্বীমা বিভাগ, প্রধান কার্যালয় এবং মো. আনোয়ার হোসেন, লোকাল অফিস, ঢাকা জোন।