মাদক বিরোধী কর্মকাণ্ডে প্রথম পপুলার লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: মাদকদ্রব্যের অপব্যবহার, প্রতিরোধ ও মাদক বিরোধী কার্যক্রমে দেশব্যাপী সক্রিয় ভূমিকা রাখায় এবং আন্তর্জাতিক মাদক বিরোধী কর্মকান্ডে মানববন্ধন ও র‌্যালিসহ সকল কর্মসূচী সফল ভাবে পালনের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রথম স্থানে ভূষিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৬ জুন) রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ পুরস্কার দেয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মো. শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

 প্রধান অতিথির নিকট থেকে প্রথম স্থানের ক্রেষ্ট গ্রহণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।