৮ হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছি: কাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন, ৩৮ বছরে ন্যাশনাল লাইফ ৬০ লাখ গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। এই সময়ে প্রায় হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছি আমরা।

ব্যবস্থাপনা ব্যয় কম করেও ব্যবসায়ী সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। করোনাকালে যখন অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে তখন আমরা অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করেছি। অনেক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে কোম্পানির কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি করেছি

রোববার ( জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠার ৩৮ বছর এবং সাফল্যের দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন কাজিম উদ্দিন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, অর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

কাজিম উদ্দিন আরো বলেন, বীমা দিবস ঘোষণা বীমা খাতের জন্য একটি মাইলফলক। আমি মনে করি আগামীতে উন্নত দেশের মতো বাংলাদেশে বীমা খাতের বিপ্লব ঘটবে। সরকারের নানামুখী পদক্ষেপ ব্যাংকাস্যুরেন্স, করপোরেট এজেন্ট, কৃষি বীমা এবং বিভাগীয় পর্যায়ে বীমা মেলা চালুসহ নানান পদক্ষেপের কারণে বীমা শিল্পের প্রসার ঘটবে।

কাজিম উদ্দিন বলেন, বর্তমানে বীমা খাতের বড় সমস্যা আস্থা সংকট। এই আস্থা সংকট দূর করতে হলে সকল বীমা কোম্পানিকে সঠিক সময়ে বীমা দাবি পরিশোধ করতে হবে। তিনি বলেন, দেশে বীমার পেনিট্রেশন বাড়াতে হলে বীমার প্রচার প্রসার বাড়াতে হবে। এক্ষেত্রে সকল প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় বীমার সুফল তুলে ধরতে হবে।

কাজিম উদ্দিন আরো বলেন, বীমা ব্যবসার পাশাপাশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিপুল পরিমাণ ট্যাক্স প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির স্থায়ী কর্মীর সংখ্যা সাড়ে হাজার এবং কমিশন ভিত্তি কর্মীর সংখ্যা ৭০ হাজার রয়েছে।