বীমায় আস্থাহীনতার অন্যতম কারণ করপোরেট গভর্ন্যান্সের অভাব: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: করপোরেট গভর্ন্যান্সের অভাবকে বীমা খাতে মানুষের আস্থাহীনতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। রোববার (৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ‘প্রতিষ্ঠার ৩৮ বছর এবং সাফল্যের দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি উৎসব’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা শিল্পে যেসব কর্মী আছে তাদের দক্ষতা ও পেশাগত জ্ঞানের অভাবের কারণে তারা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসা করছে। সাধারণভাবে সার্ভেয়াদের সার্ভে সম্পর্কে প্রশ্ন ওঠার অনেক কারণ রয়েছে। এক কথায় বলতে গেলে করপোরেট গভর্ন্যান্সের অভাব বীমা খাতে মানুষের আস্থাহীনতা একটি অন্যতম কারণ।

মোহাম্মদ জয়নুল বারী বলেন, বীমা মানুষের জীবন, সম্পদ ও স্বাস্থ্যের ঝুঁকি গ্রহণের মাধ্যমে আর্থিক ও জীবনে নিরাপত্তা দিয়ে থাকে। ১৯০৭ সালে এই অঞ্চলে প্রথম বীমা চালু হয়। ৪৭ থেকে ৭০ সাল পর্যন্ত প্রায় ৭৫টি বীমা কোম্পানি ছিল এই অঞ্চলে। অনেকেই বলে বাংলাদেশে বীমা কোম্পানির সংখ্যা বেশি। ৭০ এর আগের ৭৫টি বীমা কোম্পানি ছিল কিন্তু বর্তমানে জনসংখ্যার তুলনায় কম। উন্নত বিশ্বের সাথে তুলনা করলে ভিন্ন চিত্র আছে।

তিনি বলেন, আমরা প্রবৃদ্ধি অর্জন করার পরেও বীমার হার অত্যন্ত কম, বীমার পেনিট্রেশনের হার অতি নিম্ন এবং দেশীয় উৎপাদনে বীমার অবদান অত্যন্ত কম। যেটি উল্লেখ করার মতো নয় বলতে গেলে। এর নিশ্চয় কারণ আছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা ৩৮ বছর ধরে ব্যবসা করছেন, আপনারা অনেক অভিজ্ঞ। আমরা বলতে পারবেন বীমার ক্ষেত্রে কেন আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারছি না!

আইডিআরএ চেয়ারম্যান আরো বলেন, বীমার ক্ষেত্রে এই পশ্চাৎপদতার কারণ হলো আমাদের সাধারণ মানুষ বীমার প্রয়োজনীয়তা, বীমা করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা এই বিষয়ে তাদের জ্ঞান খুব কম। কোন কর্তৃপক্ষই বীমার জন্য মানুষকে সচেতন করা ও বীমা সম্পর্কে মানুষকে অবহিত করার উদ্যোগ গ্রহণ করেনি। এর পাশাপাশি রয়েছে মানুষের আস্থাহীনতা। কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম, যথাসময়ে দাবি পরিশোধ না করা, উচ্চ কমিশনের বিনিময়ে প্রিমিয়াম সংগ্রহ করা।

মোহাম্মদ জয়নুল বারী আরো বলেন, সরকার এই অবস্থা দূর করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে ২০১০ সালে। ইতোমধ্যে আইডিআরএ কর্তৃক বেশ কিছু বিধি-বিধান, রেগুলেশন প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, আইডিআরএতে যোগ দিয়ে আমার মনে হয়েছে যে বীমা সেক্টর বেসরকারি উদ্যোগে ব্যবসা প্রসারের জন্য এবং সর্বোপরি অথর্নীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য করপোরেট গভর্ন্যান্স নিশ্চত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।