জীবন বীমা করপোরেশনের ২৪ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের তিন পদে ২৪ জন কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়েছে। করপোরেশনের পরিচালনা বোর্ডের ৬১৫তম সভা এবং নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাছাই কমিটির ৩২তম সভার অনুমোদনক্রমে তাদের পদোন্নতি দেয়া হয়। গত সোমবার ৪ জুলাই এ সংক্রান্ত পৃথক তিনটি অফিস আদেশ জারি করেছে করপোরেশন।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছে ম্যানেজার পদে একজন, জুনিয়র অফিসার পদে ১২ জন এবং উচ্চমান সহকারী পদে ১১ জন। এই অদেশ জারির ৭ কার্যদিবসের মধ্যে পদোন্নতি প্রাপ্ত পদে যোগদান না করলে তাদের পদোন্নতি বাতিল হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে স্বাক্ষর করেছেন জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আববাস উদ্দিন আহমেদ।
অফিস আদেশ অনুসারে ম্যানেজার পদে পদোন্নতি পেয়েছেন মো.আজিজুল ইসলাম (ময়মনসিংহ রিজিওনাল অফিস)।
জুনিয়ার অফিসার হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. আইয়ুব চৌধুরী (সিলেট রিজিওনাল অফিস), জহুরা খাতুন (প্রধান কার্যালয়), মনোয়ারা খাতুন (প্রধান কার্যালয়), শরিয়ত উল্লাহ (সেলস অফিস চট্টগ্রাম), জয়নব আক্তার (প্রধান কার্যালয়), আম্বিয়া খাতুন (ঢাকা রিজিওনাল অফিস), হালিমা বেগম (প্রধান কার্যালয়), শাকিলা অনজুম (সেলস অফিস মোহাম্মদপুর), মো. গোলাম মোস্তফা ( সিলেট রিজিওনাল অফিস), আব্দুর রহমান (প্রধান কার্যালয়), মো. আব্দুর রাজ্জাক মল্লিক (সেলস অফিস ঢাকা), মো. মোস্তফা (সেলস অফিস লক্ষীপুর)।
উচ্চমান সহকারী পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. খাইরুজ্জামান (সেলস অফিস ঢাকা), শরীফা খাতুন (ঢাকা রিজিওনাল অফিস), মোহাম্মদ হাছেন আলী ( সেলস অফিস ময়মনসিংহ), ছাবেদা খাতুন (ঢাকা রিজিওনাল অফিস), সোহবার সরকার (সেলস অফিস গাজিপুর), আজহার আহমেদ ( রংপুর রিজিওনাল অফিস), মো. মাহবুবর রহমান ( শাখা অফিস দিনাজপুর), আশ্রাফ উদ্দীন ( শাখা অফিস সন্দ্বীপ), মনোয়ারা বেগম (প্রধান কার্যালয়), মো. আবু সাইদ আকন্দ (সেলস অফিস মতিঝিল), কামরুল হাসান (শাখা অফিস নলছিটি, ঝালকাঠি)।