আইডিআরএ’র ৫ পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী পুনর্নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ৫ পদের মধ্যে ৩ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী পুনরায় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এর আগে ১৫ জুন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়। ২১ জুন থেকে ৩০জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সব পরীক্ষা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বৃহস্থপতিবার ৭ জুলাই আইডিআরএ’র পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর ও প্রোগ্রাম অপারেটর পদের পরীক্ষা ১৮ জুলাই সোমবার ব্যবহারিক পরীক্ষা বেলা ২ টা ও মৌখিক পরীক্ষা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান ও সদস্যদের সহকারী পদে ৪ ধাপে যথাক্রমে ১৯ জুলাই মঙ্গলবার ও ২০ জুলাই বুধবার যথাক্রমে বলা ২ টায় ও বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সহকারী পরিচালক পদে ৬ ধাপে যথাক্রমে ২৫ জুলাই সোমবার, ২৬ জুলাই মঙ্গলাবার ও ২৭ জুলাই বুধবার যথাক্রমে বেলা ২ টায় এবং বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সকল ব্যবহারিক ও মৌলিক পরীক্ষা বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এসবিসি টাওয়ার (৯ম তালা), ৩৭/এ, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ তে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পার্থীদের সকল মূল সনদপত্র, সকল সনদের এক সেট সত্যায়িত কপি, অনলাইনে দাখিলকৃত আবেদন ও প্রবেশপত্রের কপি এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকল পরীক্ষার্থীকে অবশ্যই সরকারি নিদের্শনা অনুসরণ পূর্বক স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন টিএ/ডিএ বা ভাতা প্রদান করা হবে না। বর্ণিত কাগজপত্রাদিসহ প্রার্থীদেরকে নির্ধারিত সময় ও স্থানে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, এর আগে ১৪ অক্টোবর ২০২১ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ৭ টি পদে ৫২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় ১৭ অক্টোবর ২০২১ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র করা যাবে, যা ৬ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬টায় আবেদনপত্র দাখিলের সময় শেষ হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, সহকারী পরিচালক পদে ১০ জন, নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর পদে ১ জন, কর্মকর্তা পদে ২২ জন, প্রোগ্রাম অপারেটর পদে ৩ জন, চেয়ারম্যান ও সদস্যগণের সহকারী পদে ৫ জন, প্রোগ্রামার পদে ১ জন এবং কম্পিউটার অপারেটর পদে ১০ জনকে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
এ বিষয়ে আরো তথ্য জানতে এখানে ক্লিক করুন।