মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদের কর্মকর্তাদের তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদের কর্মকর্তাদের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (২৮ জুলাই) আইডিআরএ পরিচালক (নন-লাইফ) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বীমা কোম্পানির বর্তমান অর্গানোগ্রামের সত্যায়িত ফটোকপি এবং বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে কর্মরত কর্মকর্তাদের তথ্যাদি নির্ধারিত ছকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের বরাবর পাঠাতে অনুরোধ করা হলো।

চিঠিতে উল্লেখিত ছকে কোম্পানির নাম, কর্মকর্তার নাম ও পদবি, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদের নাম ও যোগদানের তারিখ, অব্যবহিত নিম্নপদে মোট কর্মকাল (২৪ জুলাই ২০২২ পর্যন্ত), বীমা সেক্টরে মোট কর্ম অভিজ্ঞতা (লাইফ ও নন-লাইফ পৃথকভাবে) এবং মন্তব্য জানতে চাওয়া হয়েছে।