আইডিআরএ’র ভবনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভবনে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. শাহ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।
অগ্নি নির্বাপন মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অগ্নি নির্বাপন, জরুরী উদ্ধার, বহিগমন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্য, সকল নির্বাহী পরিচালকেরা সহ এ সময় কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।