আইডিআরএ’র সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ আগস্ট) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইএফ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম ও সদস্য (লাইফ) কামরুল হাসান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় দ্রুত বীমা দাবি পরিশোধের ব্যাপারে কোম্পানিগুলোর করনীয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নন-লাইফের কমিশন সংক্রান্ত সার্কুলার এবং লাইফ বীমা কোম্পানিগুলো মাঠ পর্যায়ে একই সাংগঠনিক কাঠামো ও কমিশন সিডিউল বাস্তবায়ন, বীমা মেলা উদযাপন, এ্যাকচুয়ারির যোগ্যতা, দায়িত্ব ও কর্তব্য প্রবিধানমালা ২০২২ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।