বায়রা লাইফের মুখ্য নির্বাহী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ
সংবাদ বিজ্ঞপ্তি: বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে। গত ৩ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বায়রা লাইফ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুসারে, মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন সুশান্ত কুমার প্রামাণিক। গত ১৫ জুন কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৩৪তম বোর্ড সভায় তাকে নিয়োগ দেয়া হয়। লাইফ বীমা খাতে সুশান্ত কুমার প্রামাণিকের তিন যুগের বেশি কর্ম অভিজ্ঞতা রয়েছে।
কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ হাসান খান। গত ১৭ জুলাই তাকে নিয়োগ দেয়া হয়। ১৯৯৩ সালে তিনি ছাত্রাবস্থায় লাইফ বীমা শিল্পে তার কর্মজীবন শুরু করেন। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করা হাসান খান একাধারে একজন সফল সংগঠক এবং সফল ট্রেইনার।