বীমা খাতে নতুন অফিস সূচী নিয়ে আইডিআরএ’র বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের সকল অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২৩ আগস্ট) কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে আইডিআরএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৪ আগস্ট থেকে বীমা কোম্পানিগুলোর অফিস সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া সপ্তাহে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এ আদেশ ২৪ আগস্ট ২০২২ তারিখ হতে কার্যকর হবে।
এর আগে গতকাল ২২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। একই দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর একদিন পরে আইডিআরএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করল।