দুবাইয়ে তাকাফুল ফোরামে বীমা কোম্পানিগুলোর প্রতিনিধি দলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘ফোর্থ গ্লোবাল তাকাফুল এন্ড রি-তাকাফুল ফোরাম ২০২২’ এ বাংলাদেশের বীমা কোম্পানিগুলোর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হকের নেতৃত্বে তারা অংশ নেন। গত ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই ফোরাম অনুষ্ঠিত হয়।

নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি শাখাওয়াৎ হোসেনের পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল হুদা সেন্টার অব ইসলামিক ব্যাংকিং এন্ড ইকনোমিকস (দুবাই, ইউএই) আয়োজিত এই ফোরামের উদ্বোধনী দিনে (২৪ আগস্ট) অতিথি বক্তা হিসেবে ‘প্রোসপেক্ট এন্ড চ্যালেঞ্জ টু ডেভেলপ দ্যা ইসলামিক ইন্স্যুরেন্স ইন বাংলাদেশ’ বিষয়ে আলোচনা রাখেন বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।

এ ছাড়াও প্রতিনিধি দল গত ২৫ ও ২৬ আগস্ট ‘অপারেশনাল আসপেক্টস তাকাফুল এন্ড রি-তাকাফুল এন্ড মাইক্রো-তাকাফুল’ শীর্ষক ২ দিনব্যাপী ‘পোস্ট ইভেন্ট ওয়ার্কশপে অংশ নেন এবং ২৭ আগস্ট দুবাইয়ের দু’টি তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি পরিদর্শন করেন। ওই দিন রাতে প্রতিনিধি দলের সম্মানে আয়োজনকারী কর্তৃপক্ষ বিশেষ নৈশভোজের আয়োজন করেন। গত ২৮ আগস্ট ২০২২ তারিখে প্রতিনিধি দল ঢাকায় ফিরে আসেন।

প্রতিনিধি দলে ছিলেন:

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, পরিচালক নাইমা হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম; জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান; ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন; প্রটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) কিশোর বিশ্বাস; নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক; কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এন এম ফজলুল করিম মুন্সী; বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই-আলম সিদ্দিকী এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) নুরে আলম সিদ্দিকী অভি।