ডেল্টা লাইফের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) কোম্পানিটির কেন্দ্রীয় কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ২৫১তম সভাটি অনুষ্ঠিত হয়।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুনায়েদ শফিক এবং অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদের এই সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ারুল হককে মুখ্য নির্বাহী কর্মকর্তার (চলতি দায়িত্ব) প্রদান করা হয়।
এর আগে ২২ আগস্ট ২০২২ তারিখে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আদেশের প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক নিয়োগের অবসান করে। এই প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির প্রশাসক মো. কুদ্দুস খান প্রশাসক পদের দায়িত্বভার পরিত্যাগ করেন।