অর্ধ-বার্ষিক সম্মেলনে ১২ লাখ টাকার দাবি পরিশোধ করল জেনিথ লাইফ
নিজস্ব প্রতিবেদক: মেয়াদ উত্তীর্ণ, মৃত্যুদাবি ও স্বাস্থ্য বীমা দাবি বাবদ ৭ জন গ্রাহকের প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে কোম্পানিটির অর্ধ-বার্ষিক সম্মেলনে এসব বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান। জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
বীমা কোম্পানিটি জানিয়েছে, গ্রুপ বীমার একজন গ্রাহকসহ মোট ৩ জন গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ৩ লাখ ২৮ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য বীমা দাবি বাবদ ৩ জন গ্রাহককে পরিশোধ করা হয়েছে ৭০ হাজার ৩৮৬ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি বাবদ একজন গ্রাহককে পরিশোধ করা হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৮৮৫ টাকা।