জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
পর্ষদ সভায় উপস্থিত ছিলেন বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক মাহমুদা বেগম ও জামিল আনসারী, নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী, কাজী মো. মোরতুজা আলী ও মো. রবিউল আলম।
এ ছাড়াও কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান ও সিনিয়র ডিজিএম (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেনিথ ইসলামী লাইফ সূত্র এ তথ্য জানিয়েছে।