হোমল্যান্ড লাইফে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় সাধারন ডায়েরী
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা খাতের বেসরকারি প্রতিষ্ঠান হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে বহিরাগতদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় সাধারণ ডায়েরী করেছে হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া। বৃহস্পতিবার (৬ অক্টোবর) মতিঝিল থানায় এই ডায়েরী করা হয়। জিডি নং- ৩৪৪।
৬ অক্টোবর বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে বহিরাগতদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাতে আমরা সকলেই নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছি বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়।
সম্প্রতি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে লন্ডন প্রবাসী ৭ পরিচালক গ্রাহকের বীমা দাবির মামলায় মাগুড়ায় জেল খাটেন। জেল থেকে শর্ত সাপেক্ষে বের হয়ে জোরপূর্বকভাবে বোর্ড সভা করে কোম্পানি দখল করতে চান তারা। বোর্ড সভায় আব্দুল রাজ্জাক'কে চেয়ারম্যান নির্বাচন করেন। অপর দিকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জুলহাসকে শুধু চেয়ারম্যানের পদ থেকে নয় পরিচালকের পদ থেকেও অবৈধভাবে বাহিস্কারের চেষ্টা করেন।
এছাড়াও মাগুড়ার গ্রাহকদের পাওনা টাকা পরিশোধেও বাধা দেয় লন্ডন প্রবাসী পরিচালক আব্দুল রাজ্জাক। এই বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিত কুমার মন্ডল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) অভিযোগ দাখিল করেন।
উল্লেখ্য, আপোষ করার শর্তে গত ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মাগুড়ার আদালত থেকে জামিন পান হোমল্যান্ড লাইফের লন্ডন প্রবাসী ৭ পরিচালক। শনিবার (১ অক্টোবর) তারা ঢাকায় এসে পৌঁছান এবং রোববার (২ অক্টোবর) কোম্পানিটির বোর্ড সভা আয়োজন করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় থেকে গ্রেফতার হন বীমা কোম্পানিটির লন্ডন প্রবাসী ৭ পরিচালক। ওইদিন গ্রেফতারকৃত আসামিদের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদের জামিন আবেদন করা হলেও তা নাকচ করে দেন আদালত। ২৯ সেপ্টেম্বর আদালতে আসামিদের স্ব-শরীরে হাজির করার নির্দেশ দেয়া হয়।
গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করার ৪টি মামলায় তাদের গ্রেফতার করে মতিঝিল থানা। তাদের বিরুদ্ধে বীমা গ্রাহকদের দায়েরকৃত মাগুরা জেলার সিআর মামলা নং- ২২৭, ২২৮, ২২৯, ২৩০/২২ এবং ধারা নং ৪০৬ ও ৪২০।