কোম্পানিকে সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি আমরা: হোমল্যান্ড লাইফের চেয়ারম্যান জুলহাস

নিজস্ব প্রতিবেদক: গত ১০ বছরে কোম্পানির ১ম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ হয়েছে প্রায় ১৪শ’ কোটি টাকা। আর এর বিপরীতে আমরা সাড়ে ৮শ’ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছি। বিগত বছরগুলোতে নানান সমস্যা সামাধানে অধিক সময় ব্যয় হয়েছে আমাদের। সে সব কিছু থেকে বের হয়ে কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। গ্রাহককে দেয়া কথা আমাদের বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস।

শনিবার (৮ অক্টোবর) কক্সবাজারের হোটেল কক্স-টুডে’তে কোম্পানির বার্ষিক সম্মেলন-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. সালেহ হোসেন, হোসনে আরা নাজ, স্বতন্ত্র পরিচালক ইকরাম ঢালী। এছাড়াও সারা দেশ থেকে প্রায় ৮০০ এফএ সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস বলেন, ২০০৮ সাল পর্যন্ত একচুরিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুসারে কোম্পানির আর্থিক ঘাটতি ছিল ১০ কোটি ২৭ লাখ টাকা। যা ২০০৯ থেকে ২০১০ সালে ছিল ৫ কোটি ৬০ লাখ টাকা। এই সময় কোম্পানির সারপ্লাস আনতে সময় লেগেছে ২০১২ সাল পর্যন্ত। ২০১২ সালে ৪ কোটি ৪৮ লাখ টাকা, ২০১৩ সালে ৮ কোটি ৩০ লাখ টাকা সারপ্লাস হয়। ২০১৪ ও ২০১৫ সালে ১৮ কোটি টাকা করে ৩৬ কোটি টাকা সারপ্লাস হয় কোম্পানির।

তিনি বলেন, নানান প্রকার গুজবের কারণে কোম্পানির যেমন ক্ষতি হয়েছে, তেমনি হারিয়েছি আমরা আমাদের ব্যবসা। তাই এখন থেকে গ্রাহককে দেয়া আমাদের কথাগুলো বাস্তবায় করতে হবে। দেশকে দেখিয়ে দিতে হবে হোমল্যান্ড লাইফ ভেঙ্গে পড়ে যাওয়ার জন্য বাজারে আসেনি। সততার সাথে কাজ করে গ্রাহকের বীমা দাবি যথা সময়ে পারিশোধ করার ব্যবস্থা করতে হবে আমাদের।

তিনি আরো বলেন, গ্রাহকেরা তাদের আমানত আমাদের কাছে জমা রেখেছে। আমাদের কিছুটা বীমা দাবি পরিশোধ করতে সময়ক্ষেপণ হলেও, এখন থেকে বীমা দাবি তাদের কাছে পৌঁচ্ছে দিয়ে আসতে হবে। আমরা কোম্পানিকে সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যাতে অর্জিত হয় সে জন্য সবাই মিলে কাজ করে যাবো আমরা।