আমরা মনে করি পপুলার লাইফ সবচেয়ে ভালো অবস্থানে আছে: আবদুল্লাহ হারুন পাশা
নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা বলেছেন, আমরা মনে করি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা খাতে সবচেয়ে ভালো অবস্থানে আছে। আগামীতেও কোম্পানিটি আরো ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা।
শনিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের মূল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
আবদুল্লাহ হারুন পাশা বলেন, বীমা ঝুঁকি গ্রহণ করে। কিন্তু আমরা সেভাবে বীমা খাতকে উন্নত করতে পারি নাই। জিডিপিতে অবদান বাড়াতে পারিনি। তিনি বলেন, বীমার প্রতি আস্থা ফিরিয়ে আনতে মাঠ কর্মীদের কাজ করতে হবে। একইসাথে নতুন নতুন যুগোপযোগী পরিকল্প তৈরি করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা আরো বলেন, বীমা শিক্ষার প্রসারে সরকার কাজ করছে। এরইমধ্যে দুই জনকে একচ্যুয়ারি বিষয়ে পড়ালেখার জন্য সরকারি খরচে লন্ডনে পাঠানো হয়েছে। সরকার আগামীতেও এটি চালু রাখতে কাজ করবে।