পপুলার লাইফ ৩৯ লাখ গ্রাহককে বীমা দাবি পরিশোধ করেছে: বিএম ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেছেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৩৯ লাখ গ্রাহককে সাড়ে ৫ হাজার কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। এই বীমা দাবি পরিশোধের মাধ্যমে ৩৯ লাখ পরিবারের পাশে দাঁড়িয়েছে পপুলার লাইফ। এটাই মানবসেবা।
শনিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের মূল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএম ইউসুফ আলী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
বিএম ইউসুফ আলী বলেন, দেশে সবচেয়ে মর্যাদাবান পেশা বীমা। বঙ্গবন্ধু যে পেশা বেছে নিয়েছিলেন, আমরা সে পেশায় আছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এখানে সম্মেলন করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে বীমা পরিবারের সদস্য মনে করেন। এটা আমাদের গর্ব।
তিনি বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সে এ বছর ৭ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। আগামী বছর ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। তিনি বলেন, আগামী ৫ বছর বীমা খাতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম এগিয়ে থাকবে।
বিএম ইউসুফ আলী আরো বলেন, আমরা শুধু বীমার ব্যবসাই করি না। আমরা সমাজসেবামূলক কাজও করে যাচ্ছি। মাদক বিরোধী আন্দোলন, খেলাধুলা সহ বন্যাদুর্গতদের পাশেও দাঁড়িয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করে বিএম ইউসুফ আলী বলেন, আইডিআরএ’র সার্কুলার বেশ কিছু কোম্পানি মানছে না। কমিশন ও সাংগঠনিক কাঠামোর সার্কুলারও মানছে না এসব কোম্পানি। এটা বীমা খাতের শৃঙ্খলার পরিপন্থী।