উচ্চ আদালতের আদেশে পদোন্নতি পেলেন সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের আদেশে পদোন্নতি পেয়েছেন সরকারী বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলাম। গত ১৯ অক্টোবর করপোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার মো. আবদুল মতিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সাধারণ বীমা করপোরেশন।

অফিস আদেশে দেখা যায়, মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং-১০৭২৫/২০২২ এর আদেশ এবং এ বিষয়ে আইনজীবীর মতামতের নিরিখে করপোরেশনের ১২৮তম জরুরি বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার মো. আরিফুল ইসলামকে ম্যানেজার পদে পদোন্নতি প্রদান করা হলো।

অফিস আদেশে আরো বলা আছে, সাধারণ বীমা করপোরেশনের কর্মচারী প্রবিধানমালা, ১৯৯২ এর ৭ (১) নং ধারা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ৬ মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন। তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে উক্ত মেয়াদ অতিরিক্ত অনুর্ধ্ব ৬ মাসের জন্য বৃদ্ধি করতে পারবেন।