পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ফখরুল ইসলামের বাবার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলামের বাবা আলহাজ আহমদ উল্লাহ (৮৫) আর নেই।
শনিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।
আলহাজ আহমদ উল্লাহর মৃত্যর সংবাদ নিশ্চিত করেছেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহ।
আজ রোববার (৩০ অক্টোবর) বাদ আসর নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে স্ত্রী ও ৫ ছেলে সন্তানসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আলহাজ আহমদ উল্লাহ।
আলহাজ আহমদ উল্লাহর আত্মার মাগফিরাতে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার ছেলে মুহাম্মদ ফখরুল ইসলাম।