বীমা খাতে নতুন অফিস সূচী নিয়ে আইডিআরএ’র বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের সকল অফিসের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার (১৩ নভেম্বর) কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) উপসচিব রাবেয়া বসরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে আইডিআরএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে (সরকারি সিদ্ধান্ত এবং ব্যাংক সময়ের সাথে সঙ্গতি রেখে) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানের অফিস সময়সূচী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৫ নভেম্বর ২০২২ তারিখ হতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়াও সপ্তাহে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এ আদেশ ১৫ নভেম্বর ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

এর আগে গতকাল ০১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।