ট্রাস্ট ইসলামী লাইফের স্টলে লাইফ ও নন-লাইফ বীমার মুখ্য নির্বাহীরা
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বীমা মেলায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করেছেন দেশের বেশ কয়েকটি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী এবং নিয়ন্ত্রক সংস্থার সদস্য।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারা স্টল পরিদর্শনে আসেন বলে জানান ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম ইব্রাহীম হোসেন; বিআইএফ’র জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান; বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম;
প্রটেক্টিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী ড. কিশোর বিশ্বাস; বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নূর-ই আলম সিদ্দিক, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. শামীম হোসেন প্রমুখ কোম্পানিটির স্টল পরিদর্শন করেন।
এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালের প্রথম ৯ মাসে মোট ২৩ কোটি ৪৬ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে। এর আগে ২০২১ সালে কোম্পানিটির সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৩০ কোটি ২ লাখ টাকা।
বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ড বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৪৯ লাখ টাকা। ২০২১ সালে ট্রাস্ট ইসলামী লাইফের মোট বিনিয়োগ ছিল ২৩ কোটি ৭১ লাখ টাকা। যা চলতি বছরের প্রথম ৯ মাসে বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৭ লাখ টাকায়।
বিনিয়োগের পাশাপাশি সম্পদও বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফের। ২০২২ সালের প্রথম ৯ মাসে বীমা কোম্পানিটির সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ২৮ লাখ টাকা।