বীমা মেলায় প্রাণবন্ত জেনিথ ইসলামী লাইফের স্টল

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বীমা মেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টলে দর্শনার্থী, বীমা গ্রাহক আর কর্মীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে। বীমার সুবিধাসহ বিভিন্ন ধরনের বীমা পলিসি সম্পর্কে জানতে এবং পলিসি কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা।  বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) এবারের বীমা মেলায় জেনিথ ইসলামী লাইফের স্টল নম্বর ৭২।

দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেলায় সরকারি বেসরকারি মিলে ৮১ টি বীমা কোম্পানির স্টল রয়েছে। বীমা কোম্পানিগুলো ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

জেনিথ ইসলামী লাইফের স্টল পরিদর্শন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী সহ এ সময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক, কোম্পানি সচিব আবদুর রহমানসহ প্রমুখ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে এবারের বীমা মেলা। বীমা গ্রাহক ছাড়াও সাধারণ মানুষ বেশ আগ্রহ নিয়েই আসছে বীমা মেলায়। মেলার মাধ্যমে সাধারণ মানুষ বীমার সুফল সম্পর্কে ভালোভাবে জানতে পারে।

তিনি আরো বলেন, বীমা মেলার মাধ্যমে বীমা সম্পর্কে তাদের নেতিবাচক ধারনা দূর হয়। গ্রাহক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পলিসি ল্যাপসও কমে যায়। তাই শুধু মেলা নয়, উঠোন বৈঠক থেকে শুরু করে সব পর্যায়েই থাকতে হবে গ্রাহক সচেতনতার প্রচেষ্টা।

উল্লেখ্য, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালের প্রথম ৯ মাসে মোট ১৯ কোটি ৮২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে। এর আগে ২০২১ সালে কোম্পানিটির সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির লাইফ ফান্ডও বেড়েছে চলতি বছরের ৯ মাসে। ২০২১ সালে লাইফ ফান্ড ছিল ৩ কোটি ৯৪ লাখ টাকা সেখান থেকে ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি টাকায়।

২০২১ সালে জেনিথ ইসলামী লাইফের মোট বিনিয়োগ ১৯ কোটি ৬১ লাখ টাকা থেকে ২০২২ সালের প্রথম ৯ মাসে বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকায়। বিনিয়োগের পাশাপাশি কোম্পানিটির সম্পদও বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ছিল ২৮ কোটি ৪৬ লাখ টাকা। আর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ৩য় ত্রৈয়মাসিকে সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৩৬ লাখ টাকায়।