বীমা মেলার উদ্বোধনী মঞ্চে কোটি টাকার দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বীমা মেলার উদ্বোধনী মঞ্চে একটি চেকের মাধ্যমে ৯৯ লাখ ৯৯ হাজার ৬৯১ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এই চেক হস্তান্তর করেন।
বীমা দাবির চেক গ্রহণ করেন ব্যাংক এশিয়ার বরিশাল শাখা ব্যবস্থাপক মো. জাহিদ হাসান খান।
এ সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ও সদস্য মইনুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশালে আয়োজিত এই বিভাগীয় বীমা মেলার উদ্বোধনী মঞ্চে বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে এটিই ছিল সর্বোচ্চ অংকের একক চেক।