বীমা মেলার সেরা স্টল ন্যাশনাল লাইফ ও রূপালী ইন্স্যুরেন্সের
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উদ্যোগে বরিশালে অনুষ্ঠিত দু’দিনব্যাপী বীমা মেলায় লাইফ খাতে সেরা স্টল নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও নন-লাইফ খাতে রূপালী ইন্স্যুরেন্স।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্কে) বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল নির্বাচিত কোম্পানিগুলোকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
মেলায় নন-লাইফ খাতের স্টলগুলোর মধ্যে দ্বিতীয় সেরা স্টল নির্বাচিত হয়েছে নিটল ইন্স্যুরেন্স এবং তৃতীয় হয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স।
আর লাইফ বীমা খাতে দ্বিতীয় সেরা স্টল নির্বাচিত হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় সেরা স্টল নির্বাচিত হয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইএ’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল, কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম ও নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী প্রমুখ।