বরিশাল বীমা খাতের অপার সম্ভাবনাময় বাজার: নাসির উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: বরিশালকে দেশের বীমা খাতের অপার সম্ভাবনাময় বাজার বলে মন্তব্য করেছেন বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল। শুক্রবার (২৫ নভেম্বর) বরিশাল বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম প্রমুখ।
নাসির উদ্দিন আহমেদ বলেন, দেশের বীমা খাত সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে কুমিল্লায়। এরপরই বরিশালের অবস্থান। তিনি বলেন, বরিশাল এগিয়ে যাচ্ছে; অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর বরিশাল এখন সবার নজর কেড়েছে। বীমা কর্মীদের জন্য এটা ভালো খবর।
বীমা কর্মীদের উদ্দেশ্যে বিআইএ’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট বলেন, আপনারা গ্রাহকদের সঠিক তথ্য দিবেন। গ্রাহকদের পলিসি করানোর ক্ষেত্রে কোন বীমা কোম্পানির আর্থিক অবস্থা ভালো তা যাচাই করতে হবে। মিথ্যা আশ্বাস দিয়ে বীমা করা যাবে না।
দেশের বীমা খাত নারীদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন আহমেদ।