৫০ কোটি টাকার ফান্ড গঠনে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ট্রাস্ট ডিড স্বাক্ষর
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)’র অনুমোদন সাপেক্ষে ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (পিএলআইএএমএল)।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে মঙ্গলবার (২৯ নভেম্বর) ফার্স্ট ইউনিট ফান্ডের এই ট্রাস্ট ডিড স্বাক্ষর হয়।
উদ্যোক্তা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের (ট্রাস্টি) পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী।
বুধবার (৩০ নভেম্বর) পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনসংযোগ বিভাগ) আলমগীর ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন তালুকদার এবং পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ফান্ডটির আকার হবে ৫০ কোটি টাকা। উদ্যোক্তা হিসেবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেবে ২৫ কোটি টাকা, আর ২৫ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে তোলা হবে।
ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এটি হবে পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত প্রথম ফান্ড। ফান্ডের হেফাজতকারী হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।