সোনালী লাইফের কর্মকাণ্ড আমাদের আশাবাদি করেছে: আইডিআরএ সদস্য নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) নজরুল ইসলাম বলেছেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স যে কর্মকাণ্ড করছে তা আমাদেরকে আশাবাদী করেছে।

তিনি বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স যে সফলতা অর্জন করেছে তা প্রতিটি কোম্পানির করা উচিত। এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই সেক্টরের পরিবর্তন করতে পারব।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত ‘২০২২ সালে ৫০০ কোটি উদযাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

নজরুল ইসলাম বলেন, সোনালী লাইফ প্রিমিয়াম গ্রহণ করছে ডিজিটলাইজড পদ্ধতিতে। এখানে প্রিমিয়ামের টাকা আত্মসাতের সুযোগ নেই। গ্রাহক বীমা দাবি পাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। ফলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে।

বীমা খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরতে গিয়ে আইডিআরএ সদস্য নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু জন্ম না নিলে আমরা বাংলাদেশ পেতাম না। আমরা আজকে এখানে যেভাবে কথা বলছি তাও পারতাম না।