বীমা দিবসের প্রতিপাদ্য চূড়ান্ত করতে মন্ত্রণালয়ে আইডিআরএ’র চিঠি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা দিবস ২০২৩ এর প্রতিপাদ্য চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (১১ নভেম্বর) কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আলমের স্বক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, আগামী ১ মার্চ ২০২৩ তারিখে জাতীয় বীমা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিগত ৭ নভেম্বর ২০২২ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বীমা দিবস ২০২৩ এর প্রতিপাদ্য চূড়ান্ত করার জন্য প্রাথমিকভাবে ১২টি প্রতিপাদ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে পাঠিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। প্রতিপাদ্যগুলো হলো-
১) নারী পুরুষ সবাই মিলে বীমায় থাকবো নিরাপদে, ২) গড়ব জীবন, গড়ব দেশ; বীমার ছায়ায় বাংলাদেশ, ৩) আমার জীবন, আমার সম্পদ; বীমার আওয়াতায় থাকবে নিরাপদ, ৪) বীমার সুবিধা গ্রহণ করি দেশের অর্থনীতি মজবুত করি, ৫) বীমা দিবসে সবাই মিলে অঙ্গীকার করি; বঙ্গবন্ধুর স্বপ্নের বীমা শিল্পের উন্নতি করি, ৬) বীমা দিবসে বীমার করার শপথ করি দেশের সমৃদ্ধি ও অর্থনীতি সুদৃঢ় করি,
৭) সবাই মিলে বীমা করি অনিশ্চিত ঝুঁকি দূর করি, ৮) শ্রমের সাথে মিলাও বুদ্ধি বীমায় থাকে নিরাপত্তা-সমৃদ্ধি, ৯) এসো সবাই বীমা করি সোনার বাংলা সমৃদ্ধ করি, ১০) বীমা পলিসি গ্রহণ করি নতুন প্রজম্মের ভবিষ্যৎ গড়ি, ১১) বীমা সেবা গ্রহণ করি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি এবং ১২) বীমার জাগরণ আনবে উন্নয়ন।