নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ‘ডাবল এ প্লাস’ রেটিং অর্জন
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায় ধারাবাহিক সফলতার ফলে 'ডাবল এ' থেকে ‘ডাবল এ প্লাস’ রেটিং অর্জন করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বীমা কোম্পানিটিকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৪ অক্টোবর দেশের বীমা খাতে ব্যবসা শুরু করে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০০৫ সালের ২৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং একই বছরের ১০ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৪০ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৩৯০ টাকা।