বিআইএ’র আয়োজনে জাতীয় বীমা দিবস গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র আয়োজনে এবং আর্মি গলফ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো জাতীয় বীমা দিবস গলফ টুর্নামেন্ট ২০২৩। গত ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি আর্মি গলফ ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইএ।
টুনামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি, কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ আর্মি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহেমদ (পাভেল), মোজাফফর হোসেন পল্টুসহ সংগঠনটির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং আর্মি গলফ ক্লাবের আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।