বীমার প্রচার জরুরি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: বীমার প্রচার জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যাপক প্রচার করলে মানুষ এর সুফলটা জানতে পারবে। কাজেই সুফল সম্পর্কে আরো যদি প্রচার করা যায় তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে।  

বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীমা মানুষকে সুরক্ষা দেয়। মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হয়। কাজেই আমরা সব ধরণের চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা আইনগুলোকে সময়োপযোগী করা, নীতিমালা করা, মানুষকে উদ্বুদ্ধ করা- সব পদক্ষেপই কিন্তু আমরা একে একে নিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি বীমা দিবসে যে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এটা খুবই যথার্থ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, বীমার প্রচার দরকার। ব্যাপক প্রচার করলে মানুষ এর সুফলটা জানতে পারবে। কাজেই সুফল সম্পর্কে আরো যদি প্রচার করা যায় তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তখন যতটুকু পেরেছেন উন্নতি করেছেন। আমরা যখন থেকে সরকারে আসলাম তখন থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের সময় কতো ঝামেলা গেলো- করোনা ভাইরাসের অতিমারী; সেই সময় মানুষের দুর্ভোগ, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। বিনাপয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করেছি। অর্থনীতি গতিশীল রাখার জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি।