২০ এপ্রিল বন্ধ বীমা অফিস, ঈদের পরে চলবে আগের সূচিতে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সে প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানে আগামী ২০ এপ্রিল ২০২৩ তারিখ সাধারণ ছুটি থাকবে।

সোমবার (১৭ এপ্রিল) কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

একইসঙ্গে ঈদের ছুটি শেষে বীমা খাতের সকল অফিসের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে বীমা অফিস এবং শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ পরবর্তী সময়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সকল বীমা প্রতিষ্ঠানের অফিস সময়সূচী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত সূচিতে চলবে বীমা অফিস।

এতে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং এ আদেশ ঈদ পরবর্তী সময় হতে কার্যকর হবে।