বাংলাদেশের বীমা খাত নিয়ে বিআইএ ও বিমটেক'র উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা খাতের উন্নয়নে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং ভারতের বিরলা ইনস্টিটিউট এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি (বিমটেক)। সোমবার ( ৮ মে) সকালে রাজধানীর শেরাটন হোটেলে দিনব্যাপী এ সেমিনার শুরু হয়েছে।
বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ; আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী; বিমটেক এর ডীন প্রফেসর ড. অভিজিৎ কে চট্টোরাজ; বিআইএ'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল প্রমুখ।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রটেকশন রি ও জে বি বোডা এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- ইন্স্যুরেন্স নিউজ বিডি, একাত্তর টেলিভিশন, দি ইন্স্যুরেন্স টাইমস ও দি বিজনেস স্ট্যান্ডার্ড।