আইডিআরএ’কে অর্থ পরিশোধে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে বিভিন্ন ধরণের ফি বা জরিমানার অর্থ পরিশোধের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে একাউন্ট পেয়ী চেকের পরিবর্তে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

সার্কুলার নং- জিএডি ১৩/২০২৩ জারি করে এই নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আইডিআরএ পরিচালক (আইন) আবদুল মজিদ স্বাক্ষরিত গত ৪ জুনের ওই সার্কুলারে বলা হয়েছে, কর্তৃপক্ষ বরাবরে বীমাকারী এবং অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অর্থ পরিশোধ করার ক্ষেত্রে প্রায়শই ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এর পরিবর্তে একাউন্ট পেয়ী চেক প্রদান করছে।

একাউন্ট পেয়ী চেক নগদায়নে বিলম্ব হয় এবং অনেক সময় ডিজঅনার হয়। যার ফলে কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনায় বিরূপ প্রভাব পড়ছে।

সার্কুলারে আরো বলা হয়েছে, আইন/বিধি/প্রবিধানে অন্যরুপ কিছু উল্লেখ না থাকলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাবরে সকল প্রকার অর্থ প্রদানকালে আবশ্যিকভাবে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের ব্যবহার নিশ্চিত করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সার্কুলার জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ রয়েছে।