জেনিথ ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন-২৩ শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে (মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, ভিআইপি গ্যালারীতে) এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেনিথ ইসলামী লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে- জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইন্ট্রামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্লাহ; কোম্পানির অর্থ কমিটির চেয়ারম্যান ও এক্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলীল; কোম্পানির পরিচালক ও মাইক্রো ফাইবারসহ একাধিক ব্যবসায়ী জামিল আনসারী।

জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালক, জি নবী এন্ড কোং ও চার্টার্ড একাউটেন্ট ফার্মসের প্রিন্সিপাল এবং ম্যানেজিং পার্টনার মো. গোলাম নবী এফসিএ; কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও বিআইপিডি’র ডিরেক্টর জেনারেল কাজী মো. মোরতুজা আলী এসিআইআই এবং নিরপেক্ষ পরিচালক এ্যাডভোকেট মো. রবিউল আলম।

শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত থাকবেন এ্যামর্টানেট গ্রুপের চেয়ারম্যান এ কে এম বদিউল আলম এবং ইয়ুথ গ্রুপের পরিচালক আজগর হায়দার।                                   

অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৫০০ উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও বব্যসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।