জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিআইএফ’র আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার (২৭ আগস্ট) বিআইএফের কার্যালয়ে বিকেল ৪টায় এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। সঞ্চালনা করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, গ্লোবাল ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, কোঅপারেটিভ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুর আলম।
এছাড়াও, বিভিন্ন লাইফ ও ননলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।