জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিটল ইন্স্যুরেন্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ের নিরাপদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা, বীমা শিল্পে তার অবদান ও দেশ গঠনে বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গির উপর বিশেষ আলোকপাত করে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধান মানব সম্পদ, প্রশাসন, করপোরেট মার্কেটিং ও ব্যাংকাস্যুরেন্স বিভাগ ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উল আলম চৌধুরী (অব.), অপারেশন বিভাগের প্রধান তাপস কুমার পোদ্দার, বিভাগীয় প্রধান পুনঃবীমা বিভাগ মোহাম্মদ মনিরুল ইসলাম, এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে কবিতা আবৃত্তি করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান দাবি বিভাগ মাহবুব আলম।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।