বিআইপিডির 'বীমা শিল্পে দক্ষতা' রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত রচনা প্রতিযোগীতা ও সার্টিফিকেট ইন্স্যুরেন্স প্রফেশনাল কোর্সে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫টায়। রাজধানীর কাওরান বাজারে এনএলআই টাওয়ারের অডিটোরিয়াম (৬ষ্ঠ তলা) এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্ৰসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য এ এইচ মোস্তফা কামাল খান।

এই অনুষ্ঠানে বিআইপিডি কর্তৃক আয়োজিত ‘সার্টিফিকেট ইন্স্যুরেন্স প্রফেশনাল কোর্স’ এই কোর্সের প্রথম ব্যাচের উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং বীমা দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত 'বীমা শিল্পে দক্ষতা' শীর্ষক উন্মুক্ত রচনা প্রতিযোগিতার বিজয়ী দশজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।