ইসলামী ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারির দায়িত্বে এহসানুল হক
সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চৌধুরী এহ্সানুল হককে নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করেছে কোম্পানিটি। এহ্সানুল হক বর্তমানে ইসলামী ইন্স্যুরেন্সের মানব সম্পদ ও প্রশাসন বিভাগে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান দায়িত্বের পাশাপাশি তাকে কোম্পানি সেক্রেটারি হিসেবে সম্প্রতি এ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জনের পাশাপাশি এমবিএ, এলএলবিসহ বেশকিছু ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের স্বনামধন্য বেশ কিছু কোম্পানিতে মানব সম্পদ, প্রসাশন ও কোম্পানি অ্যাফেয়ার্স’র ওপর তার প্রায় ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।