যুগ্ম সচিব পদোন্নতি পাওয়ায় শাহ আলমকে বিআইপিডি'র শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মো. শাহ আলমকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) আইডিআরএ কার্যালয়ে উপস্থিত হয়ে বিআইপিডি’র মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা শাহ আলমকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।