কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন- ২০২৩। শনিবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সম্মেলনের আনুষ্ঠানিকতা।

হোটেল সী-প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ এবং কোম্পানিটির নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী।

এবারের বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির প্রায় ১৩শ’ ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নিয়েছেন।

সম্মেলনে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর, প্রশিক্ষণ কর্মশালা ও যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, মোবাইল ফোন, বিমানের টিকিটসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

এ ছাড়াও আগামীকাল (৮ আগস্ট) সকালে হোটেল কক্সগ্যালারিতে বীমা কোম্পানিটির সিটি সংগঠনের সফল কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে সংগঠনটির ৩ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেবেন।