মুখ্য নির্বাহীদের উপস্থিতি বাধ্যতামূলক

লাইফ বীমার দাবি পরিশোধ নিয়ে কাল বৈঠকে বসছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির দাবি পরিশোধের বিষয়ে বৈঠক ডেকেছে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কর্তৃপক্ষের এক নং সভাকক্ষে এ বৈঠকে আয়োজন করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এই বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বেসরকারি খাতের সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আবশ্যিকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত রোববার (৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি খাতের সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, বর্তমানে দেশের বীমা খাতে রাষ্ট্রীয় মালিকানাধীন ১টিসহ সর্বমাট ৩৫টি লাইফ বীমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে বেসরকারি খাতের কয়েকটি লাইফ বীমা কোম্পানির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে বীমা দাবি পরিশোধ না করে গ্রাহক হয়রানির অভিযোগ রয়েছে।