বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে কোটি টাকা দিল বিআইএ
ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে এক কোটি টাকা প্রদান করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চেক হস্তান্তর করেন।
এসময় বিআইএ'র প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ, ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, নুরুল আলম চৌধুরী, নাসির উদ্দিন আহমেদসহ বেষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক পিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি, বিআইএ'র সেক্রেটারী জেনারেল নিশীথ কুমার সরকার উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)