সন্ধানী লাইফ গ্রাহকের মৃত্যুদাবির ১২ লাখ টাকার চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: ফাতিমা পারভীন নামে একজন গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ১২ লাখ ১১ হাজার ২৮২ টাকার চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়।
গ্রাহকের পুত্র ও পলিসির নমিনী ইফতেখার আলমের পক্ষে নমিনির পিতা মাহমুদ আলমের নিকট এই চেক হস্তান্তর করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম ও মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার ও ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান।