আইডিআরএ’র সহকারী পদের মৌখিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাংগাঠনিক কাঠামোভুক্ত চেয়ারম্যান ও সদস্যগনের সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানী ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত এসবিসি টাওয়ার (৩৭/এ) এর ৯ম তলায় এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে রোববার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

এর আগে ২০ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান ও সদস্যগণের সহকারী (গ্রেড-১৪) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই পরীক্ষায় অংশগ্রহণকারী ৩২ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এর আগে ২০২৩ সালের ১৮ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, চেয়ারম্যান ও সদস্যগণের সহকারী (গ্রেড-১৪) পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে।

এ বিষয়ে আরো তথ্য জানতে এখানে ক্লিক করুন