বীমা দিবস উপলক্ষ্যে নিটল ইন্স্যুরেন্সের গ্রাহকদের বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করেছে বেসরকারি খাতের নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। 

দিবসটি উপলক্ষ্যে নিটল ইন্স্যুরেন্সের গ্রাহকরা পাবেন ফ্রি কার চেক-আপ এবং কার সাভিসে ১০ শতাংশ মূল্য ছাড়।

এক্ষেত্রে অফারটি পেতে গ্রাহকদেরকে নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েব অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে তারিখ ও সময় নিধারণ করতে হবে।

নিটল ইন্স্যুরেন্সের এই অফারটি চলবে আগামী ১ ও ২ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। রেজিষ্ট্রেশনকারী প্রথম ৬০ জন এই অফারটি উপভোগ করতে পারবেন।

অফারটি পেতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ –এই প্রতিপাদ্যকে ধারণ করে এ বছর দিবসটি উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে দিবসটির মূল অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এ ছাড়াও জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণার জন্য বীমা কোম্পানি বা করপোরেশনের শাখা কার্যালয়গুলোকে ব্যানার, ফেস্টুন বা নিজস্ব উদ্ভাবনী ধারণা দিয়ে যথাযথভাবে সজ্জিত করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে ১ মার্চ দেশের জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি আয়োজন করা হবে। বীমা কর্মকর্তা-কর্মীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ টি-শার্ট ও ক্যাপ।